বীর শহীদ

বীর শহীদ

হে বীর সৈনিক,
শ্রদ্ধা জ্ঞাপন করি তোমারে ।
দেশবাসী তথা ভারতমাতাকে রক্ষার তরে,
সীমান্তে রহিলে আপন প্রান তুচ্ছ করে ।
কত স্বপ্ন বুকে লয়ে,
পরিবার ছেড়ে বহুদূরে ছিলে দাঁড়িয়ে ।
কাছের প্রিয় বন্ধুকে রেখে মনে,
ভালোবাসাকে আবার দেখবে বলে

প্রত‍্যহ ছিলে তুমি ছবি দেখে দিন গুনে ।
কিন্তু যেন চলল হঠাৎ,
পিছন থেকে গুলির আওয়াজ ।
রনহুংকারে করিলে যুদ্ধ
গর্জে যেন উঠল ধরণীতল,
ছিন্ন করিলে তুমি
রুদ্ধশ্বাসে শত্রুর শত দল ।
বীর তুমি দেশমাতাকে রাখলে বাঁচিয়ে,

তবু অন্তিমে মৃত্যু বরণ করিলে নির্ভয়ে ।
লড়লে তুমি শেষ রক্তবিন্দু দিয়ে,
সীমান্তের সূর্য যেন আজি গেল অস্ত হয়ে ।
রব যেন হল চুপ অভাগী পত্নীর মুখে,
ঝরিল শত অশ্রু আজি
বীর পুত্র হারা পিতার চোখে ।
দুঃখিনী মায়ের কোল খালি করে,
বীর শহীদ হয়ে তুমি

বাক্স বন্দি কফিনে এলে ফিরে ।
বর্ষিল অশ্রু শুধু নয় এক পিতামাতার,
সাথে বর্ষিল রক্তাক্ত অশ্রু এই মহান ভারতমাতার ।
দুদিন পর যদি কেউ ভুলে যায় তোমারে,
জানবে ভারতমাতা রাখবে মনে
তার অন্তরে তোমায় চিরতরে ।
হে বীর শহীদ ভুলিব না আমরা তোমায়,
অমর রহিবে সর্বদা তুমি এই কবিতায় ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত