শহীদের আর্তনাদ

শহীদের আর্তনাদ

কাল সারা রাত এক অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি,
ভয়, ঘৃণা, ক্রোধ, হাহাকার মিলেমিশে একাকার!
দম বন্ধ হয়ে এসেছিলো আমার।

দেখেছি মায়া হরিণ, কালো খেক শিয়াল, হায়েনার দল!
দেখেছি শহীদের আর্তনাদ, ভাষা শহীদের আর্তনাদ!
দেখেছি রফিক, সালাম, জব্বার, বরকতের আর্তনাদ!

দেখেছি কালো কুকুর দিন দুপুরে চেটেপুটে খাচ্ছে,
পিচ ঢালাইয়ের উপর শুকিয়ে যাওয়া বীর শহীদের রক্ত!
দেখেছি রাতের বেলায় খেক শিয়ালের দল
হোলি খেলছে, শহীদের শব নিয়ে!
ভয়, ঘৃণা, ক্রোধ আর হাহাকারে কিংকর্তব্যবিমূঢ় আমি।

তাঁরা অর্তনাদ করে বলছিলো, কেন জীবন দিয়েছিলাম ভাষার জন্য?
শুধু শহীদ বলবি বলে? ষাট বছর পরও এই দেখব বলে?
আজ তোমরা পাশ্চাত্যের অনুকরণ করছ নিজের ঐতিহ্য ভুলে!
আজ তোমরা সুপ্রভাত বলতে ভুলে গেছো গুড মর্নিং এর আঁধারে,
আজ তোমরা ডুবে আছো হাই, হ্যালোতে!
এফ এম নামের নতুন নতুন রেডিওতে শুনছি ভাষার অজস্র বিকৃতি!
তাঁরা আর্তনাদ করে বলেছিলো আর কত কি।

এখনো আমার কানে ভেসে আসছে তাঁদের আকুতি!
তাই করজোরে তোমাদের বলি, চলো পাশ্চাত্য ভুলে নিজেকে চিনি,
হাই, হ্যালো গুড মর্নিং ভুলে সুপ্রভাত বলি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত