ধূলিরে যদি ভাবি ধূলি
সেতো হবে মোর ভুল,
ধূলি যে উড়িয়া
মেঘেতে মিশিয়া
নামায় অমৃত ধারা রিমিঝিম।
আসমানে গোধূলি লগনে
অপূর্ব ইন্দ্রজাল ভেসে উঠে,
মন প্রাণ কাড়িয়া লয়
এ যে ধূলির দান।
তুচ্ছ বলেই
তুচ্ছ নহে
নহে তারে তুচ্ছ ভাবা,
গগনে যে ভাসিছে
অপূর্বে হাসিছে;
তারি রূপের অন্তরালে।
গল্পের বিষয়:
কবিতা