জীবন থেকে পালিয়ে তুমি,
আর কত কাল বাঁচবে?
জীবন তোমার পিছু পিছু,
শেষ অবধি ছুটবে।
বনে যাও, জঙ্গলে যাও,
জীবন রবেই সাথে।
শুধু শুধুই পালিয়ে বেড়াবে,
সকাল-সন্ধ্যা রাতে।
আলো-আঁধারের মাঝে,
পুতুলের খেলা চলে।
সৃষ্টিকর্তায় স্মরিলে হৃদয়,
পূণ্যেরা কথা বলে।
জীবন তোমার এঁকেছেন যিনি,
তাঁর কথাই ভাবো।
বিনা অনুমতিতে হারাবে কোথাও,
কেমন করে ভাবো!
বিশ্বজগৎ যাঁর অধীনে,
তাঁর হতে কি করে পালাবে?
যেখানেই যাও সেখানেই তাঁর-
সৃষ্টিকর্ম তোমায় জড়াবে।
জীবিত থেকেও যেমন তুমি,
তাঁর হাতে বন্দী।
মৃত্যুর পর তুমিই করো,
তার সাথে বিচারিক সন্ধি।
রক্ষা নেই তাঁর হাত থেকে,
যতোই করো বাহাদুরী।
সব বাহাদুরী তাঁর সামনে,
হয়ে যাবে তন্দুরি।
জীবন থেকে পালিয়ে বেড়ানো,
শুধুই পন্ডশ্রম।
মিথ্যা-মিথ্যি খেলায় জড়ানো,
অকাজের সাথে প্রেম।।
গল্পের বিষয়:
কবিতা