আকাশে চন্দ্র হাসে
জ্যোতি ছড়াচ্ছে তাতে,
রাতের আধার ঘনঘটে
সুদশর্ন মাঝে জ্বলে সূদূর আকাশে।
মিটিমিটি আলো জ্বলে
তারাগুলো খেলা করে,
মোর দিকে হেসে
আলো আধারের কন্যা অপলকে আছে চেয়ে ।
রাতের আধার ঘনঘটে
জ্যোতিময় বদনে হেসে,
মম দিকে চেয়ে
অপরূপা চন্দ্রিমা আধারে আশা জাগিয়েছে প্রাণে;
আধারে ভয় নহে
আঁধারে চন্দ্রিমা হাসে।
গল্পের বিষয়:
কবিতা