কষ্ট রোগ

কষ্ট রোগ

কষ্টগুলো আর কষ্ট দেয়না,
ব্যথা পাইনা বলে।
ক্ষতের দাগ সয়ে যায় সব,
নানান ছলেবলে।

পরশপাথরও কান্না করে,
ঝরনা বেয়ে ঝরে।
আমার শুধুই অশ্রু ঝরেনা,
হৃদয় ফেঁটে মরে।

নিথর দেহ, নিস্তব্ধ প্রাণে-
কষ্টের কষ্ট বাড়ে।
ভালোবাসাহীণ দিনলিপিতে-
জীবন ক্রমেই হারে।

কষ্ট পেয়ে, তেষ্টা পেয়ে,
তৃষ্ণার্ত হৃদয় ডাকে।
কাক-শালিকের বৃষ্টি ভেজা,
চাতক হয়ে দেখে।

জীবন আছে, জীবন নেই,
নেই অনুভূতি যেন।
জটিলতায় বুনছে কেউ,
ঠিকানাও নেই যেন।

এভাবেই কষ্ট রোগ-
ছড়ায় সারাটা দেহ জুড়ে ।
বাহ্যিক পরিবেশ-পরিস্থিতি,
পাল্টায় নানান সুর ও বেসুরে।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত