মাঝে মাঝে এমন হয়….
বিতৃষ্ণায় ভরে থাকে মন আমার
সব প্রিয় মুখগুলোর সামনে আনাগোনা
করতে ইচ্ছা হয় না।
ইচ্ছে হয় অনেক দূরে চলে যাই
পায়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে
রাস্তার পাশের খালি বেঞ্চটায়
খানিকটা জিড়িয়ে নিয়ে আবার….
ঠিকানাহীন পথ ধরে হাঁটি।
হয় না কিছুই!
উল্টো পথ ধরে ফিরে আসতে হয়
সেই চির চেনা ঠিকানায়।
আচ্ছা আমি হারিয়ে গেলে
কেউ কি খুঁজবে আমায় অথবা
একটি নিখোঁজ সংবাদ বলে হবে মাইকিং।
খুঁজবে না হয়তো কেউ!
আর খুঁজেও পাবে না সে!
ম্যাসেজে যদি বলে মিসিং ডিয়ার
নট সেন্ড বলে আসবে উত্তর।
সে কি হতাশ হবে অথবা
ট্রাই এগেইন করবে হাজার বার!
খুঁজুক খুঁজুক সে অনন্তকাল ধরে….
ইচ্ছে করে হারালে কেউ
খুঁজে পাওয়ার সাধ্য আছে কার?
গল্পের বিষয়:
কবিতা