পথ ও পথিক

পথ ও পথিক

পথ তো পথিকের
পথের জন্যে কিন্তু পথিক নয়
পথ পড়ে থাকে পথের মত
পথিক চলে যায় আপন গন্তব্যে;

পথের বুক জুড়ে পড়ে থাকে শুধু
পথিকের পায়ের পদ ছাপটুকু
স্মৃতির ধুলিবালি কাদামাটি
আর ঘাসের ডগায় বেদনার স্মৃতি;

তবুতো পথ পথের মত থাকে
প্রতিদিন পথিককে পৌঁছে দেয়
পথিকের সঠিক গন্তব্যে,
পথিক পথ ভুলে যেতে পারে
পথ ভুলে না কখনো পথিককে
পথিকের পদভারে মুখরিত হয়ে
পথ হতে পথে
এঁকে বেঁকে ঘুরে
পথ চলে যায় দুয়ারে দুয়ারে
মিশে যায় রাজ পথে;

পথ মালিকের না – পথিকের
জল ও বায়ুর মত
সকল মানুষের;

পথ মরে না
পথিক মরে
যে পথ পথিককে পৌঁছে দেয় ঘরে
সেই পথই পথিককে পৌঁছে দেয়
মাটির অন্ধকার কবরে;

পথ বেঁচে থাক তাই পথের মত
সহস্র নতুন পথিকের পদভারে
মুখরিত হোক হাজার বছর ধরে
পথিককে পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে;

পথিক চলে যায় যাক
পথ পড়ে থাক আপন মহিমায়
পথ চাওয়া পল্লী বধুর
মনের কোণায়।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত