ভুলে যাই, ভুলে যাই
সব ভুলে যাই।
পরীক্ষার হলে ঢুকেই,
কপাল পুড়ে ছাই।
পড়া জমে, পড়া জমে
হয় গাদাগাদি।
পরীক্ষার আগেই সব-
করে মাতামাতি।
ভয়ে করে, ভয়ে করে
বুক ধরফর ধরফর।
বুক চেপে, বুক চেপে
ছাড়খার, মরমর।।
গল্পের বিষয়:
কবিতা ভুলে যাই, ভুলে যাই
সব ভুলে যাই।
পরীক্ষার হলে ঢুকেই,
কপাল পুড়ে ছাই।
পড়া জমে, পড়া জমে
হয় গাদাগাদি।
পরীক্ষার আগেই সব-
করে মাতামাতি।
ভয়ে করে, ভয়ে করে
বুক ধরফর ধরফর।
বুক চেপে, বুক চেপে
ছাড়খার, মরমর।।