অচিন পাখি

আমার খাঁচার ভিতর অচিন পাখি ফুড়ুত ফুড়ুত করে

কোনদিন যানি যাবে পাখি আমার খাঁচা ছেড়ে।।

আমি তারে রাখব ধরে, খাটাই যত ফন্দী-

চলে যায়রে অচিন পাখি, থাকেনা সে বন্ধী।

বোঝে না যে আমার কথা

দেখে না সে মনের ব্যাথা

থাকবে না আর আমার সাথে

বলিতেছে দিনে রাতে।।

আমি কেমন করে রাখব ধরে, এমন অচিন পাখি

বোঝেনা সে চলে গেলে, আমার বন্ধ হবে আঁখি।

পাখি যদি যায়রে চলে-মাটির খাঁচা মাটি খাবে

বন্ধু বান্ধব চাইয়া থাকে, বলে না কেউ আসবে কবে।

আসছি আমি যে পথে-

যেতে হবে একই রথে

বলে খাচার পাখি।।

থাকব না বদ্ধ ঘরে, যেতে হবে অনেক দূর –

তোমার সাথে হবে দেখা এই পৃথিবীর পর।

আমার খাঁচার ভিতর অচিন পাখি ফুড়ুত ফুড়ুত করে

কোনদিন যানি যাবে পাখি আমার খাঁচা ছেড়ে।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত