আমারও বিশ্বাস ছিল
তুমি স্বল্পভাষী
ভণ্ড তার্কিক নও।
অনেক দেখেছি তোমায়
মাঠে-ঘাটে
আন্দোলনে
ভেবেছি সাদা মনে
তুমিও ছিলে
ইতিহাসের রাজসাক্ষী।
এখন তুমি বড্ড জাবর কাটো
সেও ভালো
প্রপঞ্চিত বিশ্বাস নিয়ে বেঁচে আছো
তাও ভালো
ভণ্ড তার্কিক হতেও চাও ?
হতেই পারো।
তবু বিনম্র নিবেদন
প্রেমার্দ্র ঠোঁটের উষ্ণতায়
একবার ছুঁয়ে দিও
মায়ের আঁচলে বাঁধা
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ।
নয়তো তুমিও হবে
ইতিহাসের ব্যর্থ সহিস।
গল্পের বিষয়:
কবিতা