তুমি হারিয়ে যাচ্ছ
গহীন থেকে গহীনে!
যেখান থেকে তোমায়
আনবে না কেউ খুঁজে।
তুমি ডুবে যাচ্ছ
গভীর থেকে গভীরে!
সমুদ্রের তলদেশে
যেখানে অর্থহীন রত্ন পড়ে থাকে।
তুমি মিলিয়ে যাচ্ছ,ধীরে ধীরে!
যেমন সবকিছু মিলায়, কৃষ্ণ গহবরে।
তোমায় নাটাই ছেঁড়া ঘুড়ির মত
উড়িয়ে নিয়ে যাচ্ছে দমকা বাতাস!
কোথায় পড়বে ঠিক নেই
নিঃশেষ হয়ে যাবে তুমি।
সময় সল্প, ঠিক হও
জেগে উঠো উদ্যমে।
পাল ছেঁড়া নৌকার ধর হাল
তরী ভিরাও তীরে।
জাগো, মুহম্মদ ইয়াছিন নূর
গল্পের বিষয়:
কবিতা