পরিহাস

পরিহাস

পরে পরে মার খাবো
মার খেয়ে হবো লাশ
হবো ইতিহাস;
জলের উলটো স্রোতে
ভেসে যাবে একদিন
কালের কলঙ্কিত রাজহাঁস;

হাওয়াই পাতিহাঁস
সেজে চন্ডিদাস
গাছের খেয়ে তলার কুঁড়ায়
বছরে বারোমাস;

জনতার হাসফাঁস
গুম খুন গুলি টিয়ার গ্যাস
জলে ভাসা বেওয়ারিশ লাশ
কপালের লিখন – এমন সর্বনাশ;

উড়ে যাবে পাতিহাঁস
নদীর চরে চড়ে খাবে
কেটে কেটে ঘোড়ার ঘাস;
না ভিজিয়ে পালক
হাওয়ার হালে চলক
করে যাবে তিলের চাষ;

কালের কলমে জলের তরলে
রক্তের রঙে গাঙ্গেয় উপত্যকায়
বারে বারে লিখা হবে শুধু –
নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাস!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত