ঝুম বৃষ্টি নামছে আজ,
তোমার এ কি রূপের সাজ!
রোমান্টিকতায় গোলাপ ভাজ,
ভালোবাসার পূর্ণ তাজ।
গোলাপী পাপড়ি ঠোঁটের ভাজে,
বৃষ্টি রূপে নিজেই সাজে।
প্রশান্তি বয়ে নিয়ে চলে,
নিবিড় থেকে নিবিড় বলে।
চোখের পাতার রাঙ্গা লালে,
মন ছুঁয়ে যায় প্রেমের ঝালে।
স্নিগ্ধ পরশ পেতে যেয়ে,
হাবুডুবু খাই বৃষ্টি স্রোতে।
মেঘ ডাকছে গর্জন সুরে,
দ্বিধার ঠিকানা করতে দূরে।
ভালোবেসে আপন ঘরে,
গাইতে গান সুখের স্বরে।
ঝুম ঝুম শব্দে স্নেহের পরশ-
ম্লান হয়ে সুখেতে সরস।
নিবিড় সান্নিধ্যে ইচ্ছেডানা-
খুনসুটি প্রেমের দিচ্ছে হানা।
বৃষ্টির সাথে হারিয়ে দূরে-
যোজন-যোজন প্রেমের ডোরে।
বহুদূরের ঐ অজানা পথে,
অন্যরকম ভূবনে মিশে।।
গল্পের বিষয়:
কবিতা