সেদিন হৃদপিণ্ডে ছিল অসঙ্গতির আগুন।
কষ্টের দাবানলে-
বুকের চিতায় খুঁজেছিলাম এক ফোঁটা জল।
তখনও দুচোখ জুড়ে শ্বাশত কান্না।
তুমি আসবে বলে-
ধমনীতে নেচে উঠে রক্তস্রোত।
বয়ে যায় সাড়া শরীর জুড়ে।
তুমি এসেছিলে বটে
ফালি ফালি কষ্টের প্রহর নিয়ে।
এখনও বারি ঝরে
জলাধারে পুষ্পিত কদম্বতলে।
একফোঁটা জলের নেশা কাটিয়েছি আমি
সেই কবে!
গল্পের বিষয়:
কবিতা