আমায় নাইবা ভালোবাসলে,সেও ভালো।
অসমাপ্ত কথাগুলো
থাকনা আজ।
পুরনো স্মৃতি শুধু কষ্ট বাড়ায়।
শুধু বলছি-
শোকের মাতম না গেয়ে
ঋদ্ধ প্রেমপত্রগুলো রেখে দিও সযত্নে।
আমি নক্ষত্র ছুঁয়ে বলছি-
ঘৃনা-ক্রোধ কিছুই আমাকে স্পর্শ করে না
তোমার রাঙা ঠোঁটের মিষ্টি হাসি যেদিন পাল্টে দিয়েছে আমায়
সেদিন থেকে বদলে গেছে বৈশাখী ঝড়
ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম।
কী করে ভুলি বলো
কী এক গভীর নেশায় মধ্যরাত্রির শান্ত নিরবতা ভেঙ্গে
তুমি এসেছিলে চুপিচুপি, এক নীল অপ্সরা
ভালোবাসার সেই অসুখটা আজও ভুলতে পারিনি আমি।
গল্পের বিষয়:
কবিতা