কতটা অবহেলায়, অবলিলায় পরে আছে,
স্নীগ্ধ ভালোবাসায় মোড়ানো আত্মা,
তুমি জানলে না, বুঝলে না, টানলে কাছে,
নিষিদ্ধ দেয়ালে দাঁড়িয়ে, দাউনিই পাত্তা।
একদা ধরণি কাছ থেকে চেয়ে এনেছিলাম
এক মুঠো নীল জোৎস্না ।
সেদিন পবিত্র আত্মায় জেগে উঠেছিলো
পৃথিবীর শেষ্ঠ ভালোবাসা।
হায় ধুমরে-মুছে রক্তাক্ত করেছিলো
সাতজনমের ভালোবাসা।
বলেছিলে অর্থবিত্ত ঐশয্যই ছাড়া
সব দূরআশা আর সর্বনাশা ।
তাইতো !
টুকরো কনায় কষ্ট জমে হৃদয়ের অন্তক্ষুরে
সস্তাপথে রাস্তা ধরে যাচ্ছে জীবন যাচ্ছে ফুরে
জাগ্রত পৃথিবীর প্রথম আলোয় সোনালী ভেরে
একদিন চলে যাবে দূর থেকে অনেক দূরে ।
হয়ত, ধবধবে সাদা বুনো পায়রার বেশে
চলে যাবো, চলেই যাবো !
যেথাই যেতেই হয়, না ফেরার দেশে ।
গল্পের বিষয়:
কবিতা