অনুভূতিটি মিথ্যা ছিলো,
 তবে অবাস্তব তো নয়।
 অনুভূতিটি সত্যিই ছিলো,
 ধীরে ধীরে হতে ক্ষয়।
মিথ্যা কথার অনুভূতি,
 মিথ্যাই তো হয়।
 সত্যি সত্যিই পুড়ে হৃদয়,
 হয়ে হয়ে পরাজয়।
গোটা তিনেক দিনের আগে,
 মিথ্যা এক অভিনয়।
 পাল্টে দিলো মিথ্যা হয়েও,
 জয় করতে শত ভয়।
মিথ্যা ছিলো কষ্ট পাওয়া,
 ব্যথা সত্যিই অপরাজয়।
 সত্য-মিথ্যার বিভেদ ভুলে,
 ভালোবাসার করতে জয়।
পাকা এক অভিনেত্রী তুমি,
 বাস্তবতাও পরাজয়।
 বুঝেই নিলে ভালোবাসা ছিলো,
 অস্তিত্বে অপরাজয়।
অভিনয় করেছো তুমি,
 আমি যে মোটেই নয়।
 সত্যি সত্যিই পাইয়ে দিলে,
 তোমায় হারানো বিষাদময়।
মিথ্যা হলেও সত্য পাথরে-
 ভারী হয়েছে হৃদয়।
 আকাশ নীলে গড়েছিলো-
 বেদনা সমুদয়।
না হারিয়েও হারানোর কষ্ট,
 কষ্ট কি মোটে নয়!
 চাপড়ে ধরা বুকের মাঝে,
 যন্ত্রণার হয় জয়।
তবে ভালোবাসা কতোটা আসল,
 নিখুঁত মনেতে কড়া।
 মিছেমিছি অভিনয়ে হলেও,
 বুঝালো নিপুণ এর গড়া।।
গল্পের বিষয়:
 কবিতা  
  









