ক্যারিবিয়ান দীপপুঞ্জের ডাকাতদের ভয় উপেক্ষা করে,
মহারাণীর ডাকে সারা জাগিয়ে
দিকবিজয়ী হালছাড়া নাবিক কলম্বাস যখন
ভুল করে ওয়াশিংটণের বন্দরে নোঙর না ফেলে,
কোন এক নিশীথেের অন্ধকারে –
অশোকের ধূসর জগতে’র প্রবেশদারে এসেছিলেন,
তোমার মন জয় করতে-
বালিকা,
তোমার “না” ‘অব্যয়’টি তখন কাস্টমসের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।
এই আমি লিখে দিলাম।
গল্পের বিষয়:
কবিতা