এখনও বারি ঝরে

এখনও বারি ঝরে

সেদিন হৃদপিণ্ডে ছিল অসঙ্গতির আগুন।
কষ্টের দাবানলে-
বুকের চিতায় খুঁজেছিলাম এক ফোঁটা জল।
তখনও দুচোখ জুড়ে শ্বাশত কান্না।

তুমি আসবে বলে-
ধমনীতে নেচে উঠে রক্তস্রোত।
বয়ে যায় সাড়া শরীর জুড়ে।

তুমি এসেছিলে বটে
ফালি ফালি কষ্টের প্রহর নিয়ে।

এখনও বারি ঝরে
জলাধারে পুষ্পিত কদম্বতলে।

একফোঁটা জলের নেশা কাটিয়েছি আমি
সেই কবে !

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত