এত রহস্যে ঘেরা আমার চারপাশ
সব রহস্য যেন আমায় গিলে খায়
বুঝতে গিয়েও ধাঁধায় আটকে যাই
শুনতে গিয়ে দেখি মিনমিনে সে স্বর
শুনা যাচ্ছেনা কেনো! কারোর কোন কথা!
তরুর ঝরে পড়া পাতা মর্মর সুরে
রহস্য যেনো আরো বেশী বাড়িয়ে দেয়,
যখন পথ চলি কেন যে মনে হয়
আমার পিছু পিছু কেউ আসছে যেনো
আমার চঞ্চল অতীত? বাড়ায় ব্যথা।
জগৎ সংসার একটা রহস্যের স্থান,
মানুষরা ভাল মানুষের ভান ধরে
ভয়ংকর মনে লুকিয়ে থাকে রহস্য
কখন কাকে দেবে ছোবল কিংবা মালা
এত রহস্য বুঝা হয়ে উঠে কষ্টকর…..
এইযে এত কিছু পেয়েও;ভোগ করেও
মানুষরা রহস্যের জালে আটকা পড়ে
কেউ টের পায় না, যখন বুঝতে পারে
ধাঁধায় আটকে গেছে, পথ খুঁজে পায়না
ডুবে রহস্যের অতলে; জীবন দুষ্কর।
গ্রহ উপগ্রহ নক্ষত্র রহস্যেতে ঘেরা
তেমনি সব মানুষ যেনো রহস্যাবৃত
গ্রহের রহস্য হতে বের হওয়া যায়
কিন্তু,
মানুষের রহস্যের জালেতে আটকিলে
বেরোবার পথ পাবে না কষ্মিনকালেও।