বেওয়ারিশ

একটা বেওয়ারিশ লাশ,
কীর্তিনাশা নদীর তীরে।
পড়ে আছে ক’দিন ধরেই,
কেউ নিচ্ছেনা তার খোঁজ।

নদীর পলিমাটিতে পড়ে আছে,
লাশের গন্ধ আকাশে-বাতাসে।
দূষিত হয়ে চলেছে পরিবেশ,
তবুও কেউ করছে এর সৎকার।

কেউ বলছে ধর্মের কথা,
কেউ বলছে মর্মের কথা।
আত্মহত্যা নাকি খুন-
কি জানি কিসের এই ফল।

লাশটির পরিচয় আজ বেওয়ারিশ,
আজ তাই সে মূল্যহীন।
হয়তো সেই পরিচয়ে মূল্যবান ছিলো,
কারও কারও কাছে খুব আপনজনও।

এইটুকুই একটি মানুষের দাম,
জীবদ্দশায় মূল্যবান হলেও-
মৃত্যুর পর সব শূণ্য।
আর বেওয়ারিশ হলে!
সে তো পশুর চেয়েও জঘন্য-
পাপী বলেই সবাই ভাবে।

আর যদি জীবিত থেকেও-
কেউ হয় সেই বেওয়ারিশ।
তাহলে কতো কষ্টের জীবন তার,
কতো অপমানজনক তার পথচলা।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত