আপন যাকে ভাবে মানুষ,
সে কি আপন হয়?
আপন হওয়ার কথা বলে,
করে কি অভিনয়?
কষ্ট পেলে কষ্ট সে কি,
সত্যি সত্যিই পায়?
কষ্টের ভিতর জব্দ যদি-
হয়ে থাকা নিরুপায়।
ভালো ভালো বলে সে কি,
আসল ভালো চায়?
ভালোর ভিতর স্বার্থ যদি-
নিজের করে পায়।
আপন হয়ে কতো কথাই,
সে যে জেনে যায়।
গোপণ বিষয় ফাঁস হলেই,
বেঁচে থাকাই দায়।
আপন হয়ে জুড়ে থাকে,
বিশাল আকাশময়।
বিশ্বাস নিয়ে খেলা করে,
সে কি জ্বালাময়!
কখন যেন কি করে,
আপন আপন হয়ে।
শত্রুও এরচেয়ে ভালো,
জ্বালা একটু সয়ে।
আপন-আপন খেলায় আজ,
মত্ত এ দুনিয়া।
নিঃশেষ করে চলছে দেখো-
অনুভূতি সব বাঁধিয়া।
আপন হয়ে হেমলক পানীয়-
রক্তপ্রবাহে মিশে।
বিষিয়ে তুলে জীবন গল্প,
সুখের স্বপ্ন সব পিষে।।
গল্পের বিষয়:
কবিতা