সে বলেছিল এআমি চাইনা
তুমি আমার জন্য হয়ে উঠো উন্মাদ
আমাকে পাবার আশায় যেনো
ডিঙ্গাতে না হয় শত পাহাড় সম বাঁধ।
আর আমি এটাও চাই না যে
তুমি আমাকে অনায়াসে ঠিক ভুলে যাও
অনুভবে আর অনুভূতিতে
যেনো হরপল আমারই স্পর্শটা পাও।
তার কথা রেখেছি, তার জন্য
হয়েছি পাগল, হয়নি আমি উন্মাদ
তাকে পাওয়ার আশায় মনে
জাগে সাত সমুদ্দুর ডিঙ্গানোর স্বাধ।
আর তারে মনে – ভুলার কথা?
হ্যাঁ, ভুলতে চাই, তাকে ভুলতে আমি চাই
কেনযে প্রতিটা পলে পলেই
তারে অনুভবের অনুভূতিতেই পাই।
পাগল হয়েও ভুলতে চাই
শুধুই যে অদৃশ্যতে হাতড়ে বেড়াই
খুঁজে ফিরি অস্পৃশ্য ছায়ায়
ধরতে ধরতে বার বার তারে হারাই।
গল্পের বিষয়:
কবিতা