বদলে কেন যায়

বদলে কেন যায়

নষ্ট জলে ভাসছে মেধা বদলে গেছে সব
বন পাখিরা তাই ভুলেছে করতে কলরব
সবুজ পাতায় রোদের আদর দেখলে ঢাকি মুখ
ঝাঁঝড়া বুকে ব্যথার পাহাড় তবু খুঁজি সুখ.!
বাঁঁকা পথে চলতে গিয়ে হারাচ্ছি সম্মান
আপন ঘরেই বৈরী অসুখ নেই তো প্রেমের টান
যাচ্ছে বেলা রঙিন খেলায় ওমের অভাব নেই
হলদে স্বপন দিচ্ছি কবর মনের অজান্তেই
বাওকুড়ানি বাতাস আসে নিত্য আঙিনায়
বোধ থাকতেও বোধের উঠোন বদলে কেন যায় ?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত