নিথর এ দেহ অবসন্ন মন তৃষ্ণা অথৈ
অস্থির সময় একাকি, সুহৃদ পাশে কই!
রবির আলো মাথার উপর তীব্র ঝাঁঝে
দাঁড়িয়ে যে আমি কিনার হারিয়ে তারি মাঝে।
হেমন্ত বেলায় মধ্য দুপুরের কুঁড়ে ক্ষণে
নড়েনাতো পাতা কালো মেঘে ছায় ঐ গগনে।
কখনো শীতল কখনো উত্তাপ বায়ূ বয়
ধূলো এসে ঠাঁয় জানালার কাঁচে বসে রয়।
পর্দারা দুলছে থিরথির আলো আসে ফাঁকে
শালিক দুইটা প্রেমালাপে ব্যস্ত বৃক্ষ শাখে।
গৃহস্থালী কাজ শেষে বসে আমি ঘুম চোখে
অন্তরটা চায় থাকতে অস্পৃশ্য কারো বুকে
গল্পের বিষয়:
কবিতা