বয়স বাড়লে সভ্যতা আধুনিক হয়
আধুনিক সভ্যতা খুঁজে আদিম সুখ,রক্তের হোলি খেলা;
নাদান প্রেমিক খুঁজে প্রেম,যদি পায় সুখের মেলা।
আমি নাদান কিবা আধুনিক কোনটাই হতে পারিনি।
বয়স বাড়ছে সভ্যতার, আমারও।
আধুনিক সভ্যতা আদিম সুখের নেশায় মাতোয়ারা
আমি বয়সের ভারে এখন নাদান প্রেমিক হতে চাই।
গল্পের বিষয়:
কবিতা