এই লগনে এসে ভাবি
এ কি দিব্য সত্য নাকি স্বপ্নের চলচিত্র।
কল্পনার সব রঙের মিশ্রণে
এ যে কল্পলোকের চেয়ে ও অপ্রতিরোধ্য।
এ যেন স্বপ্নের ভিতরে স্বপ্নের মঞ্চ
অবিশ্বাস্য পটপরিবর্তনের মাত্রা।
সূর্য যেন শুরু করেছে
পশ্চিম থেকে তার পহেলা যাত্রা।
মরু হয়েছে মেরু আর মেরু হয়েছে মরু
সমুদ্র জল হয়েছে পানযোগ্য মিষ্টি।
রুক্ষ সাহারার আকাশে মেঘের মেলা
ঝরছে অঝর ধারায় শ্রাবণ বৃষ্টি।
সব পাখি হয়েছে আজ কোকিল কন্ঠী
ধরিত্রীতে বসেছে যেন গানের জলসা।
সুখের সমীর আজ নাতিশীতোষ্ণ মধ্যপন্থি
সঙ্গম আমোদ দৃষ্টি করেছে আবছা।
এ যে অবিশ্বাস্য এ যে অকল্পনীয়
এ যে পিঁপড়ার থেকে যেন হাতির বিবর্তন।
ছোট্ট একটি গ্রহের চারদিকে
নক্ষত্রের ভালবাসার আবর্তন…
গল্পের বিষয়:
কবিতা