সংজ্ঞা

সংজ্ঞা

অনেক সংজ্ঞা বইয়ের পাতায়,
পৃষ্ঠার পর পৃষ্ঠার ছাপায়।
গুনে মানে ছন্দ সাজায়,
গুরুতত্ত্বের বিষয় বোঝায়।

কিছু সংজ্ঞা হাতের মুঠোয়,
জ্ঞান থাকলেই বুঝে সবাই।
কিছু আবার বুঝতে গেলে,
নানান কিছুর হয় যে দোহাই।

কিছু কিছু সংজ্ঞায় ভেজাল,
একেক জনের একেক কথায়।
নানান রকম মতামতে,
উল্টোপাল্টা সংজ্ঞা সাজায়।

কিছু সংজ্ঞা ধর্ম বুঝে,
জাতের ভেদে পরিচয় খুঁজে।
কিছু সংজ্ঞা পরিবার কেন্দ্রিক,
জীবনের পরিবর্তন বুঝে।

কিছু সংজ্ঞা মানুষ ভেদে,
চিন্তা-উৎকর্ষের সাথে সাথে।
বিবেক-বুদ্ধির ধাপে ধাপে,
একেক মানুষ একেক যাতে।

সংজ্ঞা নিয়ে সন্দিহান কেউ,
পরিচয়ের উপাত্ত বিশ্লেষণে।
সংজ্ঞা নিয়েই অসংজ্ঞায়িত কেউ,
অভাব থাকায় জ্ঞানের অর্জনে।

এভাবেই সংজ্ঞা নিয়ে চলছে-
বিশ্বময় আলোচনার ঝড়।
চলছে গবেষণা, বিশ্লেষণ-
নানামুখী সুরেতে তোলা স্বর।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত