অনুবন্ধী সম্পর্ক

অনুবন্ধী সম্পর্ক

এভাবেই অনুভূতিগুলো হারিয়ে যেতে থাকে,
ভালো লাগা আর না লাগার অজুহাতে।
এভাবেই অনুভূতিগুলো পরিবর্তিত হতে থাকে,
জীবনের ঘাত-প্রতিঘাতের নানান অজুহাতে।

ভালোবাসা পাল্টে যায় সময়ের দাবিতে,
ভালোবাসা পাল্টে যায় বাস্তবের পরশে।
শুধু পাল্টায়না মানুষগুলো,
সম্পর্ক ঠিক রেখে সামনে চলে শুধু।

তীব্র ব্যথা পেয়েও আর্তনাদ করেনা তারা,
চিৎকার দিয়েও বলেনা কষ্টের ইতিকথা-
কেবলই অভিমান আর খুনসুটি চলে,
কষ্ট পেয়েও তাকে বুকে আগলে ধরে রাখে।

ভালোবাসার যে মূল্য তা নিখুঁতই থাকে,
ভালোবাসার যে প্রাবল্য তা ঠিকঠাকই থাকে।
অনুবন্ধী অম্ল-ক্ষারের সম্পর্কে টিকে থাকে,
একজোড়া হাতের যোজ্যতায় জীবনভর চলে।

ভালোবাসার এ অসীম সত্য উপেক্ষার নয়,
সত্য ভালোবাসা যুগযুগ ধরে করছে তার জয়।
শত-সহস্র বাঁধা ডিঙিয়ে চলছে অপরাজয়,
ভালোবাসায় তীব্র আসক্তি দূরে ঠেলে সব ভয়।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত