হতচ্ছাড়া এ জীবন ভালোবাসা খুঁজে যায়,
প্রেয়সীর উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় বারবার হারিয়ে যায়।
আলিঙ্গনের সর্বোচ্চ বন্ধনে কোথাও যেন মিশে যায়,
উষ্ণ বুকের উর্বর ভূমে আগামী প্রজন্মের ফসল ফলায়।
নিরবেতে এঁকে চলে খুনসুটির গল্পমালা,
চোখের ইশারায় আঁকে প্রেম প্রেম ভাবের রাশিমালা।
হাবুডুবু অথৈ শিহরণে নির্লিপ্ত বর্ষার স্রোতধারা,
হয়ে যায় মন প্রেয়সীর শীতল স্পর্শে পাগলপারা।
গহীন অরণ্যে কেশমেঘের ভাঁজে একটি লাল গোলাপ,
গভীর অনুভবে ভালোবাসারই চলে সেথায় আলাপ।
এরপর চিবুকের একটি তিলকের রূপ দর্শন করা,
অপরূপার অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধতার শরাব পান করা।।
গল্পের বিষয়:
কবিতা