মৌনতায় দাঁড়িয়ে থাকে মহর্ষি
বিমগ্ন চিত্তের গভীরে ডুব দিয়ে
শুধু আত্মতুষ্টি খুঁজে পাবে,
যতসব মর্যাদার লড়াই ওদের ওখান থেকে শুরু
বাকীটা কেবল গল্পের মত চিত্রবিন্যাস;
সাজিয়েও লোপাট হয়ে যায় শব্দজাল
বাক্যের মুক্তি চেয়ে কতশত পথ ভাবনা
অন্ধকারের সূচিচিদ্র ক্যামেরামাত্র।
কোন সুযোগ নেই তাই আর্তনাদে রাত্রির লোভ বাড়ে
ভোর হতেই মূর্ছায় মানবিক,
চুপ হয়ে গেছে কত বিকিরণ
দূতের দ্যুতি আহত শতছিহ্ন।
ভাবাবেগে কাঁদছে পুণ্যবাণী
এবার রুদ্র আগমনী হও
সভ্যতার অনাবিল আকাশ উচ্ছ্বাসে।
গল্পের বিষয়:
কবিতা