শতাব্দীর রোদে ভিজে

শতাব্দীর রোদে ভিজে

যে হৃদয় ছোঁঁয় না কোন হৃদয়ের শেকড়
কি করে সে পাবে শেকড়ের খোঁজ ?
ভালোবাসার গল্পটা এখানেই থেমে যাক !!
যে বাতাস ছুটে আসে নষ্ট পান্ডুলিপি নিয়ে
তার সাথে হয় না মেরুকরণের লেনাদেনা !
শতাব্দীর রোদে ভিজে চেতনার অশ্রুপাত ঘটুক
তাতে কিবা যায় আসে !
অপেক্ষার সিঁড়ি ভেঙে রাতের কৃষ্ণ-কিশোরি
দেখবেই নতুন সকালের মুখ !!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত