অযোগ্য লোকের বড়াই

অযোগ্য লোকের বড়াই

কিসের এতো বড়াই,
কিসের এতো লড়াই।
তুচ্ছ জীবন জলাঞ্জলি,
মিথ্যা সুখের বোঝাই।

ক্ষমতা কিনে অর্থ দিয়ে-
বাহাদুরী দেখায়।
যোগ্য না হয়েও যোগ্য সেজে,
মনের খায়েস মেটায়।

মনটা যে মানেনা কিছু,
ছুটে চলে সুখের পিছু।
প্রাপ্য না হলেও প্রাপ্তি চেয়ে-
অধিকার খুব দেখায়।

এমন সব মানুষগুলোই-
উচ্চাসনে আসীন।
কলকাঠি নাড়ে দেশের,
হোকনা যতোই অর্বাচীন।

হাসিতে হাসিতে ভরে উঠে,
সুখময় তাদের মুখ।
কাঁদে তখন নিপীড়িত মানুষ,
পেয়ে ভীষণ দুখ।

এক হাসিতে দুই জুতা,
ছুড়লে হতো শান্তি।
দেশ ও দশের কাটতো তখন-
আছে যতো ক্লান্তি।

নিপীড়িত জনতা আজ-
চাইছে তাই মুক্তি।
কেউ পারবেনা তাদের বাঁচাতে,
দেখাকনা যতোই যুক্তি।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত