রাত গভীর হয়,
 আঁধারে মেঘ ঢেকে রয়।
 মিটিমিটি তারার মেলায়,
 স্বপ্নেরা কথা কয়।
চোখে তবুও ঘুম আসেনা,
 একাকী জেগে রই।
 ভাবনার জগৎ জুড়ে-
 নিমগ্ন আমি পড়ে রই।
অসময়ে মিস করানো,
 তোমার কাছে হয় কি বোধোদয়?
 ভালো নেই আমি আজ তাই,
 লাগছে সবই খুব যন্ত্রণাময়।
গন্তব্যহীন রাত আমার,
 ঘুমহীন চোখে তুমি আলোময়।
 ভাবছি তোমায় হৃদয়স্পর্শে,
 হারিয়ে তোমাতে সুখে সুখময়।
তবুও কষ্ট হয় থাকতে,
 নির্ঘুম প্রহরে জেগে একাকী ।
 ভাবনা জুড়েই আছো শুধু,
 বাস্তবে দূরে আজও নয় কি ?
এভাবে বিশাল অনুপস্থিতি,
 একের পর এক প্রহর অতিক্রান্তি ।
 ভালো লাগেনা আর ভালো লাগেনা ,
 দূরালাপনে এ নিষ্ঠুর বিরতি ।।
গল্পের বিষয়:
 কবিতা  
  










