দিমিত্রা

দিমিত্রা

দিমিত্রা, কাল সকালে সূর্যের পুরুষ হাসি ম্লান
করে পিচঢালা রাজপথের কালো কান্নার শোক
স্মৃতির চাদরে মুড়ে তোমার হাসির সাথে সাথে
চিরতরে সেন্ট পিটার্সবার্গ ছেড়ে চলে যাবে সুখ ।

দিমিত্রা, শুধু তোমার জন্য জারদের একছত্র উত্থান
মেনে আমি ছিলাম আলোহীন এক স্লাভিক রাত্রি,
ময়াল মৃত্যুর মত তুমিহীনতার আঁধার আমার
ভালো লাগেনা জেনেও কি তুমি মুদে রবে আঁখি ?

জন্ম জন্মান্তরের ওপারে জমাটবাধা কষ্টের কালিগোলা
জমিন জুড়ে বেড়ে ওঠা বাল্টিক সুখের স্মৃতিগুলো
কি তোমার পথচলাকে একটুও লবণাক্ত পিছুটানে
বাঁধবে না ওগো মানসী প্রিয়তমা দিমিত্রা আমার ?

দিমিত্রা, লেনিনগ্রাদকে আর স্বরূপে ফেরাতে পারিনি,
হয়তো তোমাকেও পারবো না রুখতে কোন বাঁধনে,
চলে যাবে যাও শুধু নেভার পবিত্র জল ছুঁয়ে একবার
বলে যাও ভালোবাসি বলে কোন মানবিক সত্যি নেই ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত