বৈরী সময় যাচ্ছে ধীরে কাঁদছে হলুদ পাখি
পুড়ছে আহা দিন দেবিকার ফুলশয্যার রাখি
নতুন নতুন পায়রাগুলো ডিজিটালের ফুলে
নিত্য রঙিন সাজ করে আর নাচে হেলে দুলে
জল-সাগরে উতল জোয়ার নাবিক তবু বোকা
জর্দা পানে আসর মাতায় ষাট বছরের খোকা
ন্যায় সততার বর্ণমালায় কেউ লেখেনা চিঠি
কষ্টে বুঝি শুকতারাটাও জ্বলছে মিটি মিটি
মঙ্গলেরই মাটি এবার কিনবে জোনাক মেয়ে
ছয় বেহারা আসবে নিতে উহুম না গান গেয়ে
ঐক্যমতের মিলন মেলা ভাঙে দীর্ঘশ্বাসে
বুকের ভেতর তবু কেন বউচি বিকেল হাসে ?
নানারকম ব্যস্ততাতে প্রতিদিনই কাটে
অবসরের ফুল ফোটেনা তাইতো জীবন মাঠে !!!
গল্পের বিষয়:
কবিতা