একটি সাদা ফুল

একটি সাদা ফুল

বুনো ঝোপের মাঝে একটা সাদা ফুল
ফুটে ছিল, বৃহৎ আর নাম না জানা।
আকাশে ধ্রুবতারা যেমন সবার মাঝে উজ্জ্বল,
তেমনি ছিল একটি তাজা সাদা ফুল।

হঠাৎ কোনো প্রয়োজনে
কিংবা অপ্রয়োজনে
কেউ ঝোপ পরিষ্কার করেছে।
সাদা ফুলধারী লতাটা আজ শিকড়হীন।

মৃত্যু তার অবধারিত।
লতাটা শুকিয়ে গেছে,
পাপড়িগুলো ঝরে যাচ্ছে একে একে।
পরিচ্ছন্ন পৃথিবীতে আজ বেমানান সে।

অথচ গতকাল সে ছিল সৌন্দর্যের প্রতিক।
উদাস পথিকের মনোযোগ
কবির কবিতার বিষয়বস্তু।

কিন্তু আজ সবাই ভুলে গেছে,
কেউ ভুল করেও মনে করে না
এখানে গতকালই ছিল একটা তাজা সাদা ফুল!

হইতো কেউ বলছে আফসোসের সুরে,
“ফুলটা সুন্দর ছিল, কিন্তু সব শেষ!”
শুধু ফুল জানে সে মারা যায়নি।

সাময়িক সুপ্তাবস্থায় সে,
ফুলের মাঝে হাজার ছোট ছোট বীজ!
আগের চেয়ে দৃঢ়ভাবে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ!
মাত্র ১ টা বছর!
অনেক সময় কিংবা সংক্ষিপ্ত!

আবার এলাকা ভরে যাবে সাদা ফুলে,
সুরোভিত করবে আবারও পরিবেশ!
শুধু এক বছরের প্রতিক্ষা!
পরিক্ষায় খারাপ করা ভাল ছাত্রটা
ঠিক যেন এমন একটি সাদা ফুল!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত