সময় আমার কেটে গেল
তোমার প্রতীক্ষায়,
তুমি আসবে আসবে করেও
এলে নাতো আর।
মিষ্টি রোদের সকাল গেল
দুপুরও গেল বহে
বিকেলবেলা যাচ্ছে যাচ্ছে
তোমার দেখা তবু না মেলে।
প্রখর রৌদ্র হারিয়ে গেছে
আদুরে রোদের আড়ালে,
মৃদু বাতাস বইছে এখন
যদিও তুমি নেই কাছে।
আর কত-কতক্ষণ এভাবে দাঁড়িয়ে রাখবে?
আমিও মানুষ-সহ্যের সীমা আমার আছে;
বল আর কত- কতবার এভাবে থাকতে হবে?
তাহলে তুমি আমার হবে?
গল্পের বিষয়:
কবিতা