তোমাদের ইচ্ছেমতো আমরা নিজেদের চালাই
তোমর পুরুষ তাই নিজেদের গুটিয়ে পালাই
তোমরা শাসক হও কখনো হয়ে যাও শোষক
ইচ্ছে ঘাড়ে চেপে হও স্বাধীনতা চুরির ঘোষক।
আমরা নত মস্তিষ্কে সব মেনে নিয়ে ঠাঁয় খারা
পুরুষ বলে তোমরা, আছে সকল কাজেই তাড়া
আমরা সুস্থ থাকতে বাধ্য তোমরা সদা অসুস্থ
থাকতে হয় মোদের তোমাদের জন্য সদা ত্রস্ত।
তোমরা পুরুষ তাই সদা উঁচু মাথায় দাঁড়িয়ে
আমরা ধূলায় মিশে নিজেদেরকে ফেলি হারিয়ে
তোমাদের সাথে নারীদের মতবিরোধ থাকে না
হারিয়ে যাওয়া স্বপ্ন তাই নারীরা আর আঁকেনা।
তোমরা পুরুষ তাই প্রতি পদে জয়ী হয়ে রও
তোমরা পুরুষ তাই কভু নারীদের বন্ধু নও।
গল্পের বিষয়:
কবিতা