আমার কাছে যা আছে সুখ তাতে নাই,
 কার কি যে আছে শুধু খুঁজে ফিরি তাই !
 সুখ তাই আসে না যে আমার এ ভুবনে,
 কষ্ট নিয়েই তাই বেঁচে থাকি প্রতিক্ষণে !
যা আছে তারই মাঝে সুখের করে খোঁজ,
 সুখহীনা ভাবটাকে সরালে রোজ রোজ,
 জীবনে সুখী হওয়াটা কঠিন কিছুই নয়,
 বিবেকের এ ভাবনাতেই জয়-পরাজয় !
তাও যদি মনে না আসে সুখের অনুভূতি,
 একটু ভেবেই দেখো-  তোমার অবনতি !
 তাতে করেই মনে তোমার সুখ যাবে ছুঁয়ে !
 বিলাসী-অহংবোধের মাথাটা যাবে নুয়ে !
উপরে তাকিয়ে পাওয়া যায় না তো সুখ,
 ব্যথাতেই ভরে শুধু না পাওয়ার এ বুক !
 তোমার নিচেতে তাই খানিক দেখো চেয়ে,
 পৃথিবীর সব সুখই কাছেতে যাবে পেয়ে !
গল্পের বিষয়:
 কবিতা  
  










