চির অমর ভালবাসা

চির অমর ভালবাসা

রঙিন চোখে যেদিক তাকাই নিসর্গতায় ভরা
স্বপ্নপরি আঁচল ওড়ায় যায় না তাকে ধরা
চঞ্চলতার আবেশ নিয়ে জোছনা জলে ভাসি
প্রেমের রাখাল কুঞ্জবনে বাজায় মোহন বাঁশি ।

মনের পালে দোলা লাগে ভাটির সুরের গানে
বাউল হয়ে কোথায় হারাই ভালবাসার টায়া?
জুঁই চামেলি চম্পা বেলি অঙ্গনেতে ফোটে
আমার আমি মুক্তো খোঁজে,কোন সুদূরে ছোটে !

প্রজাপতির ডানায় লিখি ইচ্ছে রঙের চিঠি
চন্দ্র তারা মিষ্টি হেসে তাকায় মিটি মিটি
রহস্যময় সকল কিছু প্রণয় মোহে ঘেরা
এসব নিয়েই হয় নিয়ত নিজ বলয়ে ফেরা !

তোমার প্রেমের রূমাল আসে পাগলামিতে ভেসে
আকুল প্রাণের শঙ্খধনি সুরের সুধায় মেশে
মিলন বীণার ইথার জুড়ে দস্যিপনার ছোঁয়া
অনুভব ও স্বপ্নগুলো যায় না তো তাই খোয়া।

বিনি সুতোর মালা গাঁথি মন মানুষের নামে
দেই পাঠিয়ে অপ্সরা সুখ ভালবাসার খামে
পুষ্পিত সব আশা নিয়েই মেঘের ডানায় উড়ি
ভালবাসা চির অমর নেই কোন তার জুড়ি ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত