একটি পুতুল ছিল খুকির, তার সাথে রোজ থাকে
ওটাই হাতে নিয়ে খুকি পরি নামে ডাকে।
হঠাৎ হল কান্ড কী যে পুতুল হল পরি,
খুকির কাছে বলল পরি, যা চাবে চাও করি।
মায়ের মতো চাই গো হতে, বলল খুকি হেসে
মা আর বাবা অবাক হবে দেখবে যখন এসে।
চাঁদ উঠেছে আজ আকাশে ছড়ায় মধুর আলো
যা বলেছে তাই হল সে, লাগছে কী যে ভালো।
মায়ের মতো চোখদুটি তার মায়ের মতো হাসি,
মায়ের মতো লম্বা চুলে তেল দিয়ে দেয় মাসি।
ভাবছে খুকি কত কিছু, ভাবনার শেষ হয় না
মায়ের মতো সুন্দর করে পরবে সে গয়না।
মায়ের সামনে মা দাঁড়ালে হবে মজার খেলা,
ঘুমটা খুকির ভাঙল হঠাৎ তখন সকালবেলা।
দেখল চেয়ে পুতুল তখন পুতুল হয়ে আছে,
পরি হয়নি তখনও সে ঘুমিয়ে তার কাছে।
গল্পের বিষয়:
কবিতা