কে সে?

কে সে?
কার কথা লিখি আর কার ছবিই আঁকি?
জিজ্ঞেস করো বলে দেবে সাঁঝের জোনাকি!
গোপন কথা জানে ঐ দীঘির কালো জল
কার জন্য বক্ষ মাঝে দু:খের কোলাহল!
জলে ফোটা শাপলা জানে
পদ্মফুল কার প্রতীক্ষায়
তনুমন এত আকুল!

সন্ধ্যার প্রদীপ জানে জানে
নিশুতি রাতকে গড়ল চোখে
আমার জলের প্রপাত!
রাত জাগা পাখিটি জানে লুকোনো সে ব্যথা
নির্ঘুম আমিও ভাবি একাকী কার কথা!

মিটিমিটি ঐ তারারা জানে জানে
ঐ চাঁদে কার শোকে বিরহী মন হুঁ হুঁ করে কাঁদে!
রাত্রির শেষ আঁধারটুকুও সাক্ষী দেবে
দু:সহ রাত কি করে কাটাই কাকে ভেবে!

ঝরে পড়া শিউলি জানে শিশির ও জানে
আমার সব কবিতা সব ছবির মানে!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত