এসো ভিজি

এসো ভিজি

তুমি কি ভিজবে আমার সাথে?
এই ভরা বরষায়?
বাঁধ না মানা
বাঁধনহারা তুমুল বৃষ্টিতে।

আজকে মোর ক্ষুদ্র জীবনেরসব দ্বার
এ মহা প্রবল জলের উন্মত্ত ধাক্কায়,
যেন অহর্নিশ খুলে যায়।

আজ মনের উঠোনযায় ভিজে,
ভিজে যায় জলশূন্য
শুকনো পুরোনো কষ্টেরা।

আজ বারবার কেন যেন মনে হয়
যদি এ হাতে রাখতে হাত,
মেঘের বুকে না হয়বানাতাম ঘর।
এমনি বৃষ্টিতেতুমি -আমি
রোজ ভিজতাম।

কিই বা হবে এমন ক্ষতি
যদি তুমি-আমিরোজ হই বৃষ্টিবন্দী?

এসো এসোবৃষ্টিতে ভিজি
দুজনদুজনারআরও কাছে আসি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত