স্মৃতির খেলাঘর

স্মৃতির খেলাঘর

রক্তাক্ত হৃদয় মুছে যে মিলনের পথ

ক্যানভাসের পাতায় লেখা হয়ে থাকে,

সে পথ কেউ জানে না শুধু আকাশ ছাড়া ।

কারণ আকাশই একমাত্র দেখেছে

তেমন কোনো পথ আসলে নেই

মাঝপথে শুধু থেমে যাওয়া ভালোবাসা,

নিজেদের আসল গন্তব্যে তাদের ফিরে যাওয়া ।

তবু তাদের স্মৃতি পোড়ায় বেশ কিছুদিন ।

তাদের বারে বারে ফিরে আসা,

থেকে থেকে মনে হয় কেন এমন হয় ?

কেন তারা সাথে থাকার, সাথে চলার

আশ্বাস দিয়ে হঠাৎ করে এত নি:শব্দ হয় ?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত