জীবনের সফট কপি

জীবনের সফট কপি

জীবনের এই ‘সফটকপিটার’
পেলামনা দর্শন,
‘উইন্ডোজ’ তোর পুরোনো নাকি
‘আপডেটেড ভার্সন’?

‘মিটার – ব্রড’ এক লাইনে চলে
একতা- তিস্তা,
‘উইন্ডোজটা কী লেটেস্টাই’
না ‘এক্সপি’- ‘ভিসতা’।

কোন ট্রেনে যাবে বাড়ি
লোকাল নাকি মেইলে ,
‘মেসেজিং’ এর এড্রেস দেখো
‘ইয়াহু’ বা ‘জিমেইলে’।

অনলাইনে তোর টিকেটখানা
দেয়নি ’তো ‘আপডাউন’,
ষাট পেড়ুতে না পেড়ুতেও
ঘটবে’তো ‘সাটডাউন’।

এই জীবনতো ‘বুড়িয়ে’ গেল
‘গুড়িয়ে গেল সব’,
এক নিমেশে ফুরিয়ে গেল
‘বর্ণিল উৎসব’।

শুধু আসা যাওয়ার মাঝে
রাখলি’তো কম খোঁজ,
জীবনভর ‘এমএস ওয়ার্ডে’
করলিতো ‘কমপোজ’।

মেসেজ’তো তোর ছিল ফাঁকা
‘ভাইরাস’ ছিল পিছু,
‘এটাস্ট ফাইলও’ খালি ছিল
ভাবলিনা’তো কিছু ।

নিউজটাও’তো থাকবে পড়ে
কেউ জানবেনা খবরে,
সফট’টা রবে ‘মহাগুগলে’-
হার্ডকপি “কবরে”।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত