কোন্ সম্বোধনে চিঠি করি শুরু অভ্র বলো তুমি?
প্রিয় কিংবা বন্ধু ডেকে বা ভালবাসার মরুভূমি !
হৃদয়টা তোলপাড় করে দাও প্রেমে মুর্হুমুহু
কোকিল হয়ে সুরেলা সুরে কাছে ডাকো কুহুকুহু।
হারিয়ে গিয়ে ফিরেছো চিঠি লিখি খুব হলো ইচ্ছে
ছিলেনা কাছে কষ্টরা শেষ করেছে জীবন কিচ্ছে
আচম্বিতে অভ্র- ফিরে এসেছো মনের কাছে ফের
যেয়োনা দূরে হারিয়ে আর-যেমন আছ সেই ঢের।
অভ্র তুমি- যেই ফিরে এসেছো- মনে এসেছে ছন্দ
আলিঙ্গনে রেখো ছুঁয়ে এ আমায়- ভুলে দ্বিধাদ্বন্দ্ব
শক্ত করে ধরে রেখো আমার হাত- তোমার হাতে
মনের দুয়ারে এসে দাঁড়িয়ো রোজ- আলোর প্রাতে!!
তুমি হৃদয়ের কোণে আলো হয়ে জ্বলে থাকো স্থির
জানোনা অভ্র?তোমার স্বপ্ন চোখে করে রোজ ভীড়!!
পুনশ্চ:
মনের অজান্তে লিখে গেছি -বেদনা যা ছিলো জমা
কষ্ট পেলে তবে তুমি – করো আবার আমায় ক্ষমা!
বি:দ্র………
ইতি দিতে গিয়ে ভুলে গেছি লিখতে আমার নাম
তুমি অভ্র আমি রোদ সমাপ্তিতে তাই লিখলাম।