নদী ও নারীর গল্প

নদী ও নারীর গল্প

বাংলার নদীগুলো

চলে এঁকে বেঁকে,

আদিকালের সভ্যতা

তাই না দেখে –

পরনে নারীর ভুষন

হলো কি-না শাড়ী,

সেই থেকে অপরুপা

নদী ও নারী ।

নদী তীরে গঞ্জ- হাট

বসে হরদম,

হাটবারের বিকেলে

মানুষ গম্ গম্ ।

আওয়াজ টাই

বলে এ’তো

জ্বীনেদের কাজ,

মানুষের হাটে

কেন তাদের বিরাজ ?

………………………..

নদীদের নাব্যতা

আস্তে ধীরে,

হারিয়ে যাচ্ছে কী-

তা আসবে ফিরে?

হাটবারে নেই আজ

গম্ গম্ আওয়াজ,

বিকেলের বিকিকিনি

নেই তাও আজ ।

যে ভুষনে অপরুপা

বাঙালি নারী,

হারিয়ে যাচ্ছে নদী-

নাব্যতা, শাড়ি !

………………………..

নদীদের উজানেতে

থাকে রাক্ষস,

গোগ্রাসে গিলে ফেলে

বালু খস্ খস্!

আমাদের নাকি তারা

বন্ধু প্রতিম ,

কাটাতারে ঝুলে লাশ

বানায় এতিম!

সোনার বাংলা আজ

কাটাতারে ঘেরা,

একদিন হবে তা

আমাদেরই বেড়া!

সেই দিন দুরে নয়

রাখিও স্মরণ,

রাক্ষসী ভিখ মাগে

ছোবে এ চরণ !!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত