ভালোবাসি তাই

ভালোবাসি তাই

ভালোবাসলে রমনীরা উঁড়ে বেড়ায় অসীম হুদয় জুড়ে
দুরন্ত জীবন উত্তপ্ত যৌবন স্পর্শকাতর সর্বাঙ্গ জুড়ে
প্রেমান্ধে আসক্ত হৃদয় ছুঁয়ে যায় মায়াবী চোখে,
তাই নারীর সৌন্দর্য্য ব্যকুলতায় কাছে টানে সুখে।

ভালোবাসলেই রমনীরা উঁড়ে বেড়ায় অসীম হুদয় জুড়ে
যতটা দূরে ততটা তীরে টানে অতটাই যতন করে
লজ্জাবতীর আকাশ জুরে রুপসাগরের তীরে
যেথায় লাজুক লতার ফড়িং যাচ্ছে উঁড়ে যাকনা উঁড়ে,

ভালোবাসলেই রমনীরা হয়ে যায় অচেনা ভালোবাসা
বিশ্বাসে আগুনজ্বেলে কেড়ে নেয়ে নিষাদ আলোআসা
বলেছিলে ভালোবাসলে পুরুষরা হয়ে যায় বোকা
ঠিক তাই নারীর প্রেমে দিক নাই দিয়ে যায় ধোকা।
দুষ্টু হেসে মিষ্টি কথা বলে ছুরে দিয়েছিলে অট্টহাসি
আজও সেই আট্টহাসি আমি বড্ড বেশী ভালোবাসি
বুঝি নাই
পুরুষের চোখে যত জল,
নারীদের চোখে তত ছল।
এখনও
নিশী রাতে মনের গহীনে জেনাক জ্বলে
ভালোবাসি তাই কাছে আসি, মনের ভুলে
আজও
পদ্মপাতায় সাপ ফড়িং খেলা করে ভেমরেরা কথা কয়
আজও
তোমায় নিয়ে স্বপ্নজাগে আনন্তকাল বাচঁতে ইচ্ছে হয়।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত